Surprise Me!

রিফাত হত্যায় সব অভিযুক্তকে আদালতে হাজির | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার এজহারভুক্ত ও সন্দেহভাজন সকল অভিযুক্তকে আদালতে হাজির করেছে পুলিশ। মামলার হাজিরার দিন ধার্য থাকায় সোমবার সকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম শেষে যারা জেলহাজতে ছিলেন তাদের জেলহাজতে এবং যারা রিমান্ডে রয়েছেন তাদের রিমান্ডে পাঠায় পুলিশ।<br /><br />এ বিষয়ে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন জাগো নিউজকে বলেন, মামলার দিন ধার্য থাকায় রিফাত হত্যাকাণ্ডে গ্রেফতার ১৩ অভিযুক্তকে আজ সকালে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের কার্যক্রম শেষে যারা জেলহাজতে ছিলেন তাদের জেলহাজতে পাঠানো হয়েছে এবং যারা রিমান্ডে ছিলেন তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ। আগামী ৩১ জুলাই এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/country/news/513782

Buy Now on CodeCanyon